হোম > সারা দেশ > চট্টগ্রাম

জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি 

আজ বুধবার দুপুরে ছাগলনাইয়া পৌর শহরে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নার্গিস (৪৫) ও আবদুল কাইয়ূম (৬৫)। ছবি: আজকের পত্রিকা

ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে নিরীহ লোকদের হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে ছাগলনাইয়া পৌর শহরে এ অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নার্গিস (৪৫) ও আবদুল কাইয়ূম (৬৫)।

লিখিত বক্তব্যে নার্গিস জানান, ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামের আবদুল আজিজ চৌধুরী বাড়ির মৃত আবদুল জলিলের পুত্র আবদুল কাইয়ূম ও আবুল কালামের সঙ্গে একই বাড়ির নুর ইসলামের পুত্র সহিদ উল্যাহর জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে সহিদ উল্যাহ প্রতিপক্ষের ৩টি পরিবারের মোট ৭ জনকে আসামি করে ফেনীর আদালতে চাঁদাবাজিসহ মোট ৩টি মিথ্যা মামলা দায়ের করে। আদালতে আত্মসমর্পণ করলে আবদুর রহিম (২৫) ও সাইফুল ইসলামকে জামিন নামঞ্জুর করে আদালত তাঁদের জেলহাজতে পাঠায়।

অপর আসামি আবদুল কাইয়ূম, আবুল কালাম, একরাম, আবু মুসা রনি ও নার্গিস পালিয়ে বেড়াচ্ছেন। আসামিরা সবাই দরিদ্র। থানা-পুলিশের ভয়ে তাঁরা স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছেন না।

এ ব্যাপারে মন্তব্যর জন্য মামলার বাদী সহিদ উল্যাহর সঙ্গে (৫৫) যোগাযোগের চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বলেন, ‘আদালতের নির্দেশে মামলা নেওয়া হয়েছে। আমি মামলাটি তদন্ত করছি। তদন্ত করে প্রকৃত ঘটনা আদালতে উপস্থাপন করা হবে।’

স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর মুনশি নুর হোসেন বলেন, ‘চাঁদাবাজি, অপহরণ ও মারধরের কোনো ঘটনাই এখানে ঘটেনি। ব্যাডমিন্টন খেলার সময় বাদীর ছেলে ওমর হোসেনের হাত ভেঙে যায়। কিছু লোকের প্ররোচনায় বাদী একের পর এক মিথ্যা মামলা দিয়ে কিছু নিরীহ লোককে হয়রানি করছে।’

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে