হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় দুই দস্যু গ্রুপের মধ্যে গোলাগুলি, নিহত ২

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দস্যু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কবির ও সাহারাজ নামে দুই দস্যু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বিচ্ছিন্ন চর চরগাসীয়ায় এ ঘটনা ঘটে। 

ঘটনার পর পরই অভিযান চালিয়ে ৫ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই দস্যু হলেন—ফখরুল গ্রুপের কবির ও সাহারাজ। তাঁদের বাড়ি চরগাসীয়ায়। 

স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে এই চরে আধিপত্য বিস্তার করে আসছেন খোকন ডাকাত। কিছুদিন আগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তিনি। এরপর চরের নিয়ন্ত্রণ আসে তাঁর ভাই ফখরুল ইসলামের হাতে। সম্প্রতি খোকন জামিন পেয়ে চরের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইলে ভাই ফখরুল ইসলামের সঙ্গে বিরোধ শুরু হয়। আজ সকালে খোকন দলবল নিয়ে চরগাসীয়ায় আক্রমণ করলে ফখরুল গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ব্যাপক গোলাগুলিতে দুই জন নিহত হয়। নিহত দুজনই ফখরুল গ্রুপের সদস্য। 

হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাফিউল কিঞ্জল জানান, চরগাসীয়ায় দুই দস্যু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে অভিযান চালায় কোস্টগার্ডের একটি টিম। সংঘর্ষে দুই জন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে কোনো মৃতদেহ পাওয়া যায়নি। এ সময় তিনটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি,৬টি রামদা ও ৬টি লোহার রডসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটক সবার বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়। 

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা