হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় অস্ত্র-গুলিসহ তিন ডাকাত সদস্য আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

অস্ত্রসহ তিন ডাকাত সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়া উপজেলার টাংকির ঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাত সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাঁদের কাছে থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র, দুটি রাউন্ড কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযানে সহযোগিতা করে নৌ পুলিশ।

আটককৃতরা হলেন দস্যু আব্দুর রব বাহিনীর সদস্য মোস্তফা (৫০), মিরাজ (৪৫) ও সবুজ। তাঁদের সবার বাড়ি টাংকির ঘাট এলাকায়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাংকির ঘাট এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় পৃথক স্থান থেকে রব বাহিনীর তিনজন সদস্যকে আটক করা হয়। পরে রবের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, রব বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ী মহল ও সাগরের বোট থেকে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা উত্তোলন, ডাকাতি, জমি দখল ও বিভিন্ন অপকর্মসহ অবৈধ উপায়ে মাছঘাট পরিচালনা করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল