হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় অস্ত্র-গুলিসহ তিন ডাকাত সদস্য আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

অস্ত্রসহ তিন ডাকাত সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়া উপজেলার টাংকির ঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাত সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাঁদের কাছে থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র, দুটি রাউন্ড কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযানে সহযোগিতা করে নৌ পুলিশ।

আটককৃতরা হলেন দস্যু আব্দুর রব বাহিনীর সদস্য মোস্তফা (৫০), মিরাজ (৪৫) ও সবুজ। তাঁদের সবার বাড়ি টাংকির ঘাট এলাকায়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাংকির ঘাট এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় পৃথক স্থান থেকে রব বাহিনীর তিনজন সদস্যকে আটক করা হয়। পরে রবের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, রব বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ী মহল ও সাগরের বোট থেকে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা উত্তোলন, ডাকাতি, জমি দখল ও বিভিন্ন অপকর্মসহ অবৈধ উপায়ে মাছঘাট পরিচালনা করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত