হোম > সারা দেশ > চট্টগ্রাম

আদালতে চোরাই গরুর নিলাম, কিনলেন আইনজীবী

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিলাম হওয়া গরু। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গরুর নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় এ নিলাম হয়। এতে দুটি গাভি ও একটি বাছুর চট্টগ্রাম আদালতেরই আইনজীবী মোহাম্মদ ফরহাদুল আলম কিনে নেন।

জানা গেছে, গরু তিনটির দাম ১ লাখ ২৪ হাজার টাকা। ভ্যাট আয়কর মিলে তাঁকে পরিশোধ করতে হয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকা। পরে গরু তিনটি আইনজীবী ফরহাদুলের গ্রামের বাড়ি ফটিকছড়িতে নিয়ে যাওয়া হয়।

এর আগে ১২ মে এ-সংক্রান্ত পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয় আদালতের পক্ষ থেকে।

চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের এজলাস কক্ষে প্রকাশ্য নিলামে নগদ অর্থে গরুগুলো বিক্রয় করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আইনজীবী ফরহাদুল আলম জানান, আকবরশাহ থানার পুলিশ গত ৮ এপ্রিল চোরাই গরু তিনটি উদ্ধার করে। এরপর গতকাল বিকেলে অনুষ্ঠিত নিলামে গরু তিনটি কিনে নিয়েছেন এই আইনজীবী।

তথ্য মতে, গত ৮ এপ্রিল আকবরশাহ থানা এলাকা থেকে চোরাই গরুগুলো উদ্ধার করে আকবরশাহ থানার পুলিশ। সেই থেকে এক মাস সাত দিন গরু তিনটি থানা-পুলিশের জিম্মায় ছিল। নিলাম উপলক্ষে গরুগুলো আদালতে তোলা হয়।

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক

চবিতে আবারও ভুয়া শিক্ষার্থী আটক