হোম > সারা দেশ > নোয়াখালী

বেগমগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী। আজ শনিবার সকালে বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হচ্ছেন, সিএনজিচালিত অটোরিকশাচালক জসিম উদ্দিন (৫৫), তাঁর মা মরিয়ম বেগম (৮০) ও অটোরিকশার যাত্রী ছকিনা বেগম (৫২)। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এলাকাবাসী জানিয়েছে, সকালে মাসহ পাঁচজন যাত্রী নিয়ে চৌমুহনী থেকে জমিদারহাটের দিকে যাচ্ছিলেন অটোরিকশাচালক জসিম উদ্দিন। লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ফেনী থেকে ছেড়ে আসা স্টার লাইন নামের একটি বাস দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় অটোরিকশাকে চাপা দেয়। তাতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।

এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়ায় বাসচালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের লোকজন তাঁদের লাশ নিয়ে গেছে। আমরা তাঁদের বাড়িতে গিয়ে লাশের সুরতহালের ব্যবস্থা করব। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য