ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে চার শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ চারটি আইসিইউ শয্যার উদ্বোধন করেন।
হাসপাতালটিতে এর আগে করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সুবিধা ছিল না। এখানে ভর্তির পর রোগীদের অক্সিজেন প্রয়োজন হলে অন্য হাসপাতালে ছুটতে হতো।
বিআইটিআইডির সহযোগী অধ্যাপক ও করোনা টিমের ফোকাল পারসন ডা. মামুনুর রশীদ বলেন, আজ থেকে আইসিইউ চালু হলো। তবে এখনও ভেন্টিলেটর বসেনি। আমরা হাই ফ্লো নজেল ক্যানুলা ব্যবহার করবো। তবে দ্রুত সময়ের মধ্যেই ভেন্টিলেটর সুবিধার আওতায় আনা হবে।