হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে ৫৫.৫৬% নমুনাই করোনাভাইরাস পজিটিভ

প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা কমলেও নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়েছে। আজ শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আসা পরীক্ষার ফলাফলে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ জন। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ টি। সে হিসাবে শনাক্তের হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ।

গতকাল শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে সেদিন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয় ৪৪ জন।

আজ দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আক্রান্ত শনাক্ত ১০ জনের মধ্যে জেলা সদরে ৮ জন ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২ জন। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কেউ মারা যায়নি।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত জেলায় মোট ৮ হাজার ৬৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৭ হাজার ৮৮৭ জনের। মোট পজিটিভ এসেছে ১ হাজার ১ হাজার ৪১০ জনের। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ১১৯ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বান্দরবান জেলায় বর্তমানে মোট করোনা রোগী আছে ২৮৬ জন। হাসপাতালে ভর্তি আছেন মোট ৪৯ জন। আক্রান্তদের মধ্যে বান্দরবান সদর উপজেলায় ১৭৪ জন (হাসপাতালে ভর্তি ১৭), লামা উপজেলায় ৪৩ (হাসপাতালে ভর্তি ১৮), নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৪০ জন, আলীকদমে ১৩ জন (হাসপাতালে ভর্তি ৪ জন), রোয়াংছড়িতে ১১ (হাসপাতালে ভর্তি ৩), থানচি ১ এবং রুমা উপজেলায় ৪ জন (হাসপাতালে ভর্তি ৪)।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার