হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে ৫৫.৫৬% নমুনাই করোনাভাইরাস পজিটিভ

প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা কমলেও নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়েছে। আজ শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আসা পরীক্ষার ফলাফলে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ জন। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ টি। সে হিসাবে শনাক্তের হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ।

গতকাল শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে সেদিন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয় ৪৪ জন।

আজ দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আক্রান্ত শনাক্ত ১০ জনের মধ্যে জেলা সদরে ৮ জন ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২ জন। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কেউ মারা যায়নি।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত জেলায় মোট ৮ হাজার ৬৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৭ হাজার ৮৮৭ জনের। মোট পজিটিভ এসেছে ১ হাজার ১ হাজার ৪১০ জনের। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ১১৯ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বান্দরবান জেলায় বর্তমানে মোট করোনা রোগী আছে ২৮৬ জন। হাসপাতালে ভর্তি আছেন মোট ৪৯ জন। আক্রান্তদের মধ্যে বান্দরবান সদর উপজেলায় ১৭৪ জন (হাসপাতালে ভর্তি ১৭), লামা উপজেলায় ৪৩ (হাসপাতালে ভর্তি ১৮), নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৪০ জন, আলীকদমে ১৩ জন (হাসপাতালে ভর্তি ৪ জন), রোয়াংছড়িতে ১১ (হাসপাতালে ভর্তি ৩), থানচি ১ এবং রুমা উপজেলায় ৪ জন (হাসপাতালে ভর্তি ৪)।

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট