হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্যাংকে ঋণ নিতে গেলে জানানো হলো তিনি মৃত!

প্রতিনিধি

রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির বাসিন্দা মো. ইকবাল হোসেন (৪৩)। তিনি পেশায় ব্যবসায়ী। কিছুদিন আগে ব্যবসার জন্য ঋণ নিতে আবেদন করেন একটি বেসরকারি ব্যাংকে। ব্যাংক কর্মকর্তারা তাঁর জাতীয় পরিচয়পত্র যাচাই শেষে জানান, ভোটার তালিকায় তিনি মৃত! ব্যাংক কর্মকর্তার কথা শুনে আকাশ থেকে পড়েন ইকবাল। এরপর থেকে জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানো এই মানুষটি নিজেকে জীবিত প্রমাণ করতে ঘুরছেন নির্বাচন কমিশনসহ বিভিন্ন দপ্তরে। তার জাতীয় পরিচয়পত্র নম্বর-১৫১৭৪৬৩৫৫৯১৩৭।

ইকবাল হোসেন জানান, গত ২১ এপ্রিল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ঋণ নিতে ব্যাংকে আবেদন করতে যান। সেখানে জমা দেওয়া জাতীয় পরিচয়পত্র যাচাই করতে গিয়ে দেখা যায় তাঁকে মৃত দেখানো হয়েছে। পরে রাউজান উপজেলা নির্বাচন অফিসে গিয়ে বিষয়টি জানিয়েছেন। নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা ডাটাবেস যাচাই করে দেখতে পান ভোটার তালিকা হাল নাগাদের সময় তাঁকে মৃত দেখানো হয়েছে।

ব্যবসায়ী মো. ইকবাল হোসেন তালিকায় তাঁর নামের পাশ থেকে ‘মৃত’ শব্দটি বাদ দেওয়ার জন্য হলফনামা, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ইউপি পরিষদের প্রত্যয়নপত্র ও জাতীয়তা সনদের কপি সংযুক্ত করে নির্বাচন কর্মকর্তা অরুণ উদয়ের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিভাগের মহাপরিচালক বরাবর আবেদন করেছেন।

এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বলেন, ২০১৭ সালে ভোটার হালনাগাদ করার সময়ে ইকবাল হোসেনকে মৃত দেখানো হয়েছে। ওই সময়ে নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ভোটার হালনাগাদ কাজ করেন শিক্ষক জামাল উদ্দিন। ভোটার হালনাগাদ করার সময় সাইদুল্লাহ নামে এক ব্যক্তি মো. ইকবাল হোসেনকে মৃত বলে তথ্য দিয়েছিলেন। এখন তাঁর জাতীয় পরিচয়পত্র থেকে মৃত শব্দটি বাদ দিতে প্রয়োজনীয় কাগজপত্র ঢাকা নির্বচন কমিশন অফিসে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, ভোটার হালনাগাদ করার সময়ে মো. ইকবাল হোসেনকে মৃত দেখানো তথ্য ফরমে স্থানীয় মেম্বর জাহাঙ্গীর সিকদার ও তৎকালীন নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রয়াত দিদারুল আলমের স্বাক্ষর রয়েছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার