হোম > সারা দেশ > চট্টগ্রাম

মানুষ এখন সহজে চিকিৎসা সেবা পাচ্ছে: অর্থ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, ‘মানুষ এখন অনেক সহজে চিকিৎসা সেবা পাচ্ছে। তার উদাহরণ কোভিডের সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার প্রত্যেক জেলা ও উপজেলায় করোনার টিকা বিনা মূল্যে নিশ্চিত করেছেন। বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের এমন পদক্ষেপ বহির্বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। বিশ্বের অনেক উন্নত দেশের মানুষ বিনা মূল্যে করোনা টিকা পায়নি।’ 

আজ শুক্রবার চট্টগ্রামে আনোয়ারার বৈরাগ ইউনিয়নে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নাগরিক যেখানেই থাকুক, তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ জন্য সরকার শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নাগরিকদের সুস্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করেছে।’ 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সুদৃষ্টিতে দেশের স্বাস্থ্য সেবা বিগত সময়ের চাইতে এখন অনেক উন্নত। প্রত্যেক বাজেটের সময় জনসাধারণের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্য খাতে প্রতি বছর বাজেটের পরিমাণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। দেশে অনেক সরকারি মেডিকেল কলেজ নতুনভাবে হয়েছে এ সরকারের আন্তরিকতায়।’ 

অধ্যাপক ড. এম এ ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন–চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন, বিএমএ সভাপতি অধ্যাপক ডাক্তার মুজিবুল হক খান, ডেভ কেয়ার ফাউন্ডেশনের সদস্য ও এ্যামেরিটাস চেয়ারপারসন অধ্যাপক ড. জয়নব বেগম প্রমুখ।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত