হোম > সারা দেশ > ফেনী

টোকেন বাণিজ্যের আওতায় সড়কে রেজিস্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা ভেঙে ফেলার সিদ্ধান্ত

ফেনী প্রতিনিধি

ফেনীতে সরকারি দল ও পুলিশের নাম ভাঙিয়ে কতিপয় দুষ্কৃতকারীর টোকেন বাণিজ্যের আওতায় সকল রেজিস্ট্রেশন বিহীন ও ডেট ফেল সিএনজি আটক এবং ড্যাম্পিংয়ে ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী উদ্যোগে ফেনীর সড়ক-মহাসড়কে পরিবহন চাঁদাবাজি ও যানজট নিরসনে মত বিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) উপপরিচালক আবদুল্লাহ আল মামুন, পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক মোহাম্মদ আনোয়ারুল আজিম,মহাসড়ক পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পরিবহন সংগঠনের নেতা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের মতবিনিময় সভায় আলোচনায় উঠে আসে ফেনীতে রেজিস্ট্রেশনকৃত সিএনজি অটোরিকশার সংখ্যা ৯ হাজার ২০০। রেজিস্ট্রেশনকৃত সিএনজি অটোরিকশার সংখ্যা ১০ হাজারেরও বেশি। এসব রেজিস্ট্রেশন বিহীন ও ডেট ফেল সিএনজি অটোরিকশা দুষ্কৃতকারী ও চাঁদাবাজ এবং অসাধু পুলিশের কাছ থেকে মাসিক ৫০০ টাকা হারে বিভিন্ন স্টিকার, কার্ড নিয়ে শহরে চলছে।

ব্যবসায়ী সমিতির নামে চাঁদা নিয়ে কিছু অসাধু ব্যক্তি শহরে রাস্তায় যত্রতত্র হকার ও রিকশা ভ্যানে ক্ষুদ্র ব্যবসায়ী বসিয়েছে। পৌরসভার ইজারাদারের রিসিট দিয়ে অলিগলি লাঠি বাহিনী চাঁদা তুলছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় উড়াল সেতুর নিচে বিশৃঙ্খলভাবে বাস দাঁড় করিয়ে যাত্রী উঠানামা ও প্রকাশ্যে চাঁদা তোলা হচ্ছে। বিআরটিসির বাস তার নির্দিষ্ট স্থানে না দাঁড়িয়ে যত্রতত্র দাঁড়িয়ে মহাসড়কে যানজট সৃষ্টি করছে।

এমন অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘ আলোচনা শেষে সর্ব সম্মতভাবে সিদ্ধান্ত হয় সড়ক-মহাসড়কে চাঁদাবাজি, টোকেন বাণিজ্য বন্ধে ও ফুটপাত দখল মুক্ত করতে আগামী রোববার পর্যন্ত সময়সীমা দিয়ে মাইকিং করা। পরদিন সোমবার হতে সাঁড়াশি অভিযান চালানো হবে। ফেনী পৌরসভার ইজারাকৃত বাস ও সিএনজি স্ট্যান্ড দাউদুপুর, হাসপাতাল মোড়, মদিনা বাস স্ট্যান্ড সংশ্লিষ্ট এলাকা ছাড়া সড়কে পরিবহন চাঁদাবাজ পেলে গ্রেপ্তারর করা, মহাসড়কের মহিপাল এলাকায় রাস্তার ওপর বিআরটিসিসহ যে সকল বাস যাত্রী উঠানামা করবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া ও মহিপালে  টিকিটের টং ঘর উচ্ছেদ করা হবে। রেজিস্ট্রেশন বিহীন কোনো সিএনজি অটোরিকশা শহরে চলাচল করতে দেওয়া হবে না।

পৌরসভা মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, পরিবহন চাঁদাবাজি ও টোকেন বাণিজ্যের সঙ্গে পৌরসভা বা তাঁর দলের কেউ জড়িত নয়। জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার দাবি তাঁর।

মেয়ে বলেন, মহিপাল বাস টার্মিনাল সংস্কার ও অস্থায়ীভাবে বাস কাউন্টার করে দেওয়া হবে।

ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন পরিবহন চাঁদাবাজি ও টোকেন বাণিজ্যের সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে বলেন, ‘সভায় উপস্থিত সকলে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকলে ফেনীকে পরিবহন চাঁদাবাজি ও যানজট নিয়ন্ত্রণ নয় বন্ধ করাই সম্ভব। পুলিশ আন্তরিকতা নিয়ে কাজ করবে।’

ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে চাহিদা অনুযায়ী রেজিস্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা রেজিস্ট্রেশনের আওতায় নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত