হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দুই ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গিয়ার বাক্স ভেঙে পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় রেল যোগাযোগে এ বিঘ্ন ঘটে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে দক্ষিণ আউটার সিগন্যাল অতিক্রমের সময় এ ঘটনা ঘটে। 

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কেবিন মাস্টার খায়রুল ইসলাম জানান, সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস বিকেল সাড়ে চারটার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি দেয়। পরে চট্টগ্রামে উদ্দেশে ছেড়ে স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল অতিক্রম করার সময় গিয়ার বাক্স ভেঙে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সিঙ্গেল লাইন হওয়ায় এ সময় আখাউড়া হয়ে চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-ঢাকা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম জানান, আউটার সিগন্যাল এলাকায় আটকা পড়া পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনের গিয়ার বাক্স মেরামত করা হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ইমামবাড়ি স্টেশন এবং চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়েছিল। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ