হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দুই ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গিয়ার বাক্স ভেঙে পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় রেল যোগাযোগে এ বিঘ্ন ঘটে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে দক্ষিণ আউটার সিগন্যাল অতিক্রমের সময় এ ঘটনা ঘটে। 

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কেবিন মাস্টার খায়রুল ইসলাম জানান, সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস বিকেল সাড়ে চারটার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি দেয়। পরে চট্টগ্রামে উদ্দেশে ছেড়ে স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল অতিক্রম করার সময় গিয়ার বাক্স ভেঙে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সিঙ্গেল লাইন হওয়ায় এ সময় আখাউড়া হয়ে চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-ঢাকা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম জানান, আউটার সিগন্যাল এলাকায় আটকা পড়া পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনের গিয়ার বাক্স মেরামত করা হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ইমামবাড়ি স্টেশন এবং চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়েছিল। 

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন