হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দুই ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গিয়ার বাক্স ভেঙে পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় রেল যোগাযোগে এ বিঘ্ন ঘটে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে দক্ষিণ আউটার সিগন্যাল অতিক্রমের সময় এ ঘটনা ঘটে। 

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কেবিন মাস্টার খায়রুল ইসলাম জানান, সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস বিকেল সাড়ে চারটার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি দেয়। পরে চট্টগ্রামে উদ্দেশে ছেড়ে স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল অতিক্রম করার সময় গিয়ার বাক্স ভেঙে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সিঙ্গেল লাইন হওয়ায় এ সময় আখাউড়া হয়ে চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-ঢাকা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম জানান, আউটার সিগন্যাল এলাকায় আটকা পড়া পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনের গিয়ার বাক্স মেরামত করা হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ইমামবাড়ি স্টেশন এবং চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়েছিল। 

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত