নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন থেকে এক লাভলী বেগম (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে রামকৃষ্ণপুর গ্রামের বসু চৌকিদার বাড়ির মরহুম মফিজ উল্যাহ সিওর রান্নাঘরে লাশটি পাওয়া যায়।
লাভলী বেগম মফিজ উল্যাহ সিওর ছেলে কামরুল আলম কচির স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যরা রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।