হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় প্রতিবন্ধী নারীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় এক শারীরিক প্রতিবন্ধীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আফরোজা শিউলী এ রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মুকবুল হোসেন (৩৫) কুমিল্লা চান্দিনা উপজেলার রানীচড়া (নয়াকান্দি) গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। মুকবুল হোসেন পেশায় রং মিস্ত্রি। মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী (এপিপি) মো. নেয়ামত উল্যাহ চৌধুরী জামান বিষয়টি নিশ্চিত করেন। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১১ আগস্ট সন্ধ্যায় চা আনার জন্য দোকানে গিয়ে বাড়িতে ফিরে না আসায় শারীরিক প্রতিবন্ধী গুলশান আরাকে (২৫) তাঁর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করেন। একপর্যায়ে পাশের বাড়ির ধৈঞ্চা খেতে গুলশানের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

শারীরিক প্রতিবন্ধী গুলশান আরা আর আসামি মো. মুকবুল হোসেন অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পারিবারিকভাবে স্বীকৃতির জন্য বিয়ের কথা বললে মো. মুকবুল হোসেন তা প্রত্যাখ্যান করেন। ঘটনার দিন গুলশান আরাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। 

এ ঘটনায় নিহতের বাবা কুমিল্লা চান্দিনা উপজেলার রানীচড়া (নয়াকান্দি) গ্রামের মো. শরীফ মিয়া (৬২) বাদী হয়ে মামলা করেন। 

মামলার এপিপি মো. নেয়ামত উল্যাহ জানান, রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড দেন আদালত এবং ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ