কুমিল্লার গণসমাবেশস্থলে কড়া রোদের সঙ্গে হানা দিয়েছে উড়তে থাকা ধুলোবালি। আর এতে অনেকটা কাহিল হয়ে পড়েছেন বিএনপির নেতা-কর্মীরা। রোদ ও ধুলোবালির অত্যাচার থেকে বাঁচতে নেতা-কর্মীদের অনেকেই টাউন হল মাঠ ছেড়ে বেরিয়ে এসে অবস্থান নিয়েছেন বাইরের সড়কে। এ কারণে সমাবেশস্থলের অনেক জায়গাই ছিল ফাঁকা।
রোদ পড়ে এলে মাঠ আবারও কানায় কানায় ভরবে বলে প্রত্যাশা করছেন বিএনপির নেতারা। দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ‘প্রকৃতির সঙ্গে যুদ্ধ চলে না। এর পরেও নেতা-কর্মীরা ধুলো ও কড়া রোদ উপেক্ষা করে সমাবেশস্থলে রয়েছেন। কেন্দ্রীয় নেতারা বক্তৃতা শুরু করলেই সমাবেশস্থল জনারণ্যে পরিণত হবে।’
পূর্বঘোষণা অনুযায়ী আজ শনিবার বেলা ১১টায় গণসমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ আরও অনেকে বক্তব্য রাখবেন।
বিএনপির সমাবেশের আরও সংবাদ পড়ুন: