হোম > সারা দেশ > কুমিল্লা

রোদ-ধুলোর অত্যাচার, মাঠ ছেড়ে রাস্তায় বিএনপির নেতা-কর্মীরা

রেজা করিম, কুমিল্লা থেকে

কুমিল্লার গণসমাবেশস্থলে কড়া রোদের সঙ্গে হানা দিয়েছে উড়তে থাকা ধুলোবালি। আর এতে অনেকটা কাহিল হয়ে পড়েছেন বিএনপির নেতা-কর্মীরা। রোদ ও ধুলোবালির অত্যাচার থেকে বাঁচতে নেতা-কর্মীদের অনেকেই টাউন হল মাঠ ছেড়ে বেরিয়ে এসে অবস্থান নিয়েছেন বাইরের সড়কে। এ কারণে সমাবেশস্থলের অনেক জায়গাই ছিল ফাঁকা।

রোদ পড়ে এলে মাঠ আবারও কানায় কানায় ভরবে বলে প্রত্যাশা করছেন বিএনপির নেতারা। দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ‘প্রকৃতির সঙ্গে যুদ্ধ চলে না। এর পরেও নেতা-কর্মীরা ধুলো ও কড়া রোদ উপেক্ষা করে সমাবেশস্থলে রয়েছেন। কেন্দ্রীয় নেতারা বক্তৃতা শুরু করলেই সমাবেশস্থল জনারণ্যে পরিণত হবে।’

পূর্বঘোষণা অনুযায়ী আজ শনিবার বেলা ১১টায় গণসমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ আরও অনেকে বক্তব্য রাখবেন।

সমাবেশে যোগ দিতে এখনো বিভিন্ন এলাকা থেকে সমাবেশস্থলে মিছিল আসা অব্যাহত রয়েছে। বাদ্যযন্ত্রের তালে তালে নেচেগেয়েও আসছেন অনেকে।

এদিকে সকাল থেকেই সমাবেশস্থলের পূর্ব দিকে ছোট এক মঞ্চে অবস্থান নিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তাঁর সঙ্গে তাঁর অনুসারীরাও অবস্থান নিয়েছেন। অনেক নেতা-কর্মীকে তাঁর সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে।

বিএনপির সমাবেশের আরও সংবাদ পড়ুন:

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা

চট্টগ্রামে থানায় অসুস্থ পুলিশ সদস্যের মৃত্যু

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩

হাদির ওপর হামলায় ডাকসু ভিপির জবাব চাইলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

‘অর্থ লোপাট করে বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ভেঙেছেন দীপু মনি ও তাঁর ভাই’

আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর খালে মিলল বৃদ্ধের লাশ

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের