হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্যা দুর্গত এলাকায় জনগণের পকেট কাটা বন্ধের দাবি ক্যাবের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণের চেয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও সেবায় জনগণের পকেট কাটার উৎসব বন্ধের আহ্বান জানিয়েছেন ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার, মহানগর সভাপতি জেসমিন সুলতানা, সাধারণ সম্পাদক অজয় মিত্র, দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান এ দাবি জানান। 

বিবৃতিতে জানানো হয়, একশ্রেণির অসাধু ও গুটিকয়েক ব্যবসায়ী মানুষের সংকটকে পুঁজি করে জনগণের পকেট কেটে কোটিপতি হওয়ার বাসনায় উন্মাদ হয়ে গেছে। তাঁরা এখন নিত্যপণ্যের অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন। তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। বন্যাদুর্গত মানুষদের গলা না কেটে ব্যবসায়িক নীতি ও নৈতিকতা মেনে মুনাফা করা উচিত। এই সময়ে ব্যবসায়ীদের উচিত অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। 

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ