হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ছাত্রলীগ কর্মী হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছাত্রলীগ নেতা ফারাবীর 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন শোভনের বিজয় মিছিলে প্রকাশ্যে ছাত্রলীগ কর্মী আয়াশ রহমান ইজাজকে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জেলা ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সহসভাপতি হাসান আল ফারাবী জয়। 

গতকাল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন ফারাবী। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আসামি হাসান আল ফারাবী জয়কে নেত্রকোনা জেলার আটপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে জেলা সদরের ভাটপাড়া থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
 
এদিকে আজ রোববার সন্ধ্যা পর্যন্ত নতুন করে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করা হয়। 

গত ৫ জুন সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন শোভনের সমর্থকদের আনন্দ মিছিলে জেলা ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সহসভাপতি হাসান আল ফারাবি জয় প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মী আয়েশ রহমান ইজাজকে। 

পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়। এক ভিডিওতে দেখা যায় ঘটনার পর জেলা ছাত্রলীগের সহসভাপতি পদ থেকে বহিষ্কৃত হাসান আল ফারাবী জয় তাকে গুলি করে কোমরে পিস্তল গুঁজে ঘটনাস্থল থেকে সরে যাচ্ছেন। এই ঘটনায় নিহত আয়াশ রহমান ইজাজের বাবা মো. আমিনুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ