হোম > সারা দেশ > চট্টগ্রাম

নেতা-কর্মীদের চাপে কাচের দরজায় মাথা ফাটল আ জ ম নাছিরের  

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে নগরীতে আওয়ামী লীগ নেতা মোছলেম উদ্দিন আহমদের স্মরণ সভায় গিয়ে মাথা ফেটেছে সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের। নেতা-কর্মীদের ভিড়ের চাপে কাচের দরজা ভেঙে টুকরাগুলো মাথায় পড়লে মাথা ফেটে যায় এই নেতার।

তাঁর মাথার একটা অংশ ফেটে গেছে। এতে চারটি সেলাই দিতে হয়েছে। এই অবস্থায় তাঁকে নগরীর জিইসি মোড়ের মেডিকেল সেন্টারে নিয়ে সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়ে আ জ ম নাছির উদ্দীনের ব্যক্তিগত সহকারী উজ্জল দত্ত। তিনি বলেন, ‘স্যারের মাথায় আঘাত লেগেছে। মেডিকেল সেন্টার থেকে মাথায় সেলাই দিয়ে এসেছি (রাত ৭ টায়)। স্যার সুস্থ আছেন।’

আ জ ম নাছির উদ্দীনের ব্যক্তিগত সহকারী আরও জানান, ধাক্কাধাক্কিতে কনভেনশন হলের কাচের দরজা ভেঙে গুঁড়ো হয়ে যায়। এই কারণে বড় ধরনের বিপদ থেকে রক্ষা মিলেছে। তা না হলে প্রাণহানির মতো ঘটনা ঘটে যেত।

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সদ্যপ্রয়াত মোছলেম উদ্দিন আহমদ স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপিসহ কয়েকজন মন্ত্রী-উপমন্ত্রীও উপস্থিত ছিলেন।

স্মরণ সভা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে যখন ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা বের হচ্ছিলেন, তখন নেতা-কর্মীদের প্রবল চাপে কনভেনশন সেন্টারের তিনটি কাঁচের দরজার মধ্যে একটি ভেঙে পড়ে। কাচের ছিটকা পড়ে সাবেক মেয়রের মাথার মাঝখানে। এতে তিনি আহত হন।

এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে নাছির ছাড়াও ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতারা।

এদিকে মাথায় সেলাইয়ের সময় উপস্থিত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জানান, নাছির ভাইয়ের মাথায় চারটা সেলাই দেওয়া হয়েছে। মাথার মাঝখানে আঘাত লেগেছে। বর্তমানে উনি বাসায় বিশ্রামে রয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ