হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিজ্ঞপ্তি ছাড়াই চবিতে ড্রাইভারকে পুকুর লিজ দিলেন ডিন

চবি সংবাদদাতা

ফাইল ছবি

কোনো ধরনের বিজ্ঞপ্তি না দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন একটি পুকুর লিজ দিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহিন খান। কলা ও মানববিদ্যা অনুষদের পশ্চিম পাশের পুকুরটি লিজ নেওয়া ব্যক্তি বিশ্ববিদ্যালয় ডিনদের গাড়িচালক বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের অধীন কোনো পুকুর, খাল কিংবা কৃষিজমি লিজ দিতে হলে প্রথমে বিজ্ঞপ্তি দিতে হয়। আগ্রহীরা আবেদন করলে, দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে লিজ দেওয়া হয়ে থাকে বলে জানান কৃষি উন্নয়ন প্রকল্পের প্রধান নির্বাহী অধ্যাপক হোসেন শহীদ সোহরাওয়ার্দী মানিক। অভিযোগ উঠেছে, কোনো বিজ্ঞপ্তি না দিয়েই এই পুকুর লিজ দেওয়া হয়েছে। বছরে ছয় হাজার টাকায় পাঁচ বছরের জন্য পুকুরটি লিজ দেওয়া হয় গাড়িচালক শহরমুল্লককে।

এ ব্যাপারে শহরমুল্লক বলেন, ‘পুকুরের পাশেই আগে আমি থাকতাম এবং পুকুরটিতে মাছ চাষ করতাম। চার বছর আগে ওখান থেকে চলে আসার পর ছাত্রলীগের নেতারা মাছ ধরে নিয়েছিল। পুকুরটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। তাই ডিন স্যার কলা অনুষদের সব বিভাগের সভাপতির সঙ্গে মিটিং করে এটি আমাকে চুক্তির মাধ্যমে লিজ দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘পুকুরটি পরিষ্কার করতে ২ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। এখানে আমিসহ আরও কয়েকজন মিলে চাষ করছি।’

বিশ্ববিদ্যালয়ের কোনো কৃষিজমি এভাবে লিজ দিতে পারে কি না জানতে চাইলে কৃষি উন্নয়ন প্রকল্পের প্রধান নির্বাহী অধ্যাপক মানিক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো জমি ডিন অফিস সরাসরি লিজ দিতে পারে না। আমরা তাকে আবেদন করতে বলেছি। আবেদন করলে নিয়ম অনুযায়ী লিজ দেওয়া হবে।’

এই বিষয়ে জানতে চাইলে ডিন অধ্যাপক ইকবাল শাহিন খান বলেন, ‘ওখানে শহরমুল্লক আগে থেকে থাকত। সেখানে তার কিছু গাছও আছে। আর এই পুকুরটি দীর্ঘদিন ধরে ময়লা হয়ে পড়ে আছে। আমরা বিভাগীয় চেয়ারম্যানদের মিটিংয়ে বিষয়টি বিবেচনায় নিয়ে রেজল্যুশনের মাধ্যমে তাকে লিজ দেওয়া হয়েছে। আমরা ভেবেছিলাম এটি কলা অনুষদের আওতাধীন। পরে জানতে পারি এটি কৃষি উন্নয়ন প্রকল্পের অধীনে।’

এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। কৃষি উন্নয়ন প্রকল্পের প্রধান এবং কলা অনুষদের ডিনের সঙ্গে কথা বলব এবং বিষয়টি খতিয়ে দেখব।’

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যায় চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক