হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থককে জরিমানা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর দুই সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ ও তেতাভূমি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকায় নির্বাচনী ক্যাম্পে আলোকসজ্জা করে আচরণবিধি ভঙ্গ করায় আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী’র সমর্থক এবং ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ওই ইউনিয়নের তেতাভূমি এলাকায় একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপনের অভিযোগে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আবু তৈয়ব অপি’র সমর্থক ও উত্তর তেতাভূমি এলাকার বাসিন্দা আমীন মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণার নির্দেশ দেওয়া হয় এবং সতর্ক করা হয়। অভিযানে থানা-পুলিশের একটি দল সহযোগিতা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা জানান, ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়