হোম > সারা দেশ > কুমিল্লা

আগুনে পুড়ে শিকলবন্দী কলেজছাত্রের মৃত্যু 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

শিকলে বাঁধা অবস্থায় আগুনে পুড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম আলাউদ্দিন (১৮)।

স্থানীয়রা জানান, নিহত আলাউদ্দিন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকিরবাজার খাড়েরা গ্রামের আবদুল মোমেনের ছেলে। সে বুড়িচং আবদুল মতিন খসরু কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র। গত তিন মাস ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘরেই শিকল বাঁধা থাকে আলাউদ্দিন থাকে। 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় ঘরের বৈদ্যুতিক মিটারের তার থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সবাই বের হতে পারলেও আলাউদ্দিন ঘরেই শিকল বাঁধা অবস্থায় ছিল। খবর পেয়ে বুড়িচং থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভালেও ততক্ষণে আলাউদ্দিনকে মারা যায়। 

দমকলকর্মী জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন প্রায় নিভিয়েছে স্থানীয়রা, আগুনে দুটি ঘর পুড়ে যায়। ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি শুনেই ফায়ার সার্ভিসকে খবর দিই এবং আমার থানা থেকে ফোর্স পাঠাই। শুনেছি স্থানীয়রা ঘটনার কিছুক্ষণের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। একজন কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে