হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে মেয়েরাই বেশি

কুমিল্লা প্রতিনিধি

২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। গতবারের তুলনায় এবার কমেছে পাসের হার। গত বছর কুমিল্লা বোর্ডের অধীনে পরীক্ষার্থী পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৯ শতাংশ। তবে, পাস ও জিপিএ-৫ এগিয়ে রয়েছে মেয়েরা। 

আজ বুধবার বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান। 

আসাদুজ্জামান জানান, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এ বছর ৮৫ হাজার ৮৮০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৭৭ হাজার ৯০৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৭৯ শতাংশ, মানবিক বিভাগে ৮৭ দশমিক ৮৬ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ। 

ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৮ হাজার ৭৫৭ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

মেয়েদের শতকরা পাসের হার ৯১ দশমিক ৩৯ শতাংশ। পক্ষান্তরে ছেলে শিক্ষার্থীদের পাসের হার ৮৯ দশমিক ৮৪ শতাংশ। 

তিনি আরও জানান, কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করেছে ৩৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কোনো শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠান রয়েছে ৫ টি। 

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের