হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে মন্দিরে হামলা, ৩ জনের রিমান্ড মঞ্জুর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিত্যানন্দ বিগ্রহ (ইসকন) মন্দির, শ্রী শ্রী রাম ঠাকুর চন্দ্র আশ্রম মন্দির ও শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরসহ বিভিন্ন মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃত তিন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী সোনিয়া আক্তার আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, আলী আজগর, নুরুল ইসলাম সুমন ও নুরুল ইসলাম জীবন। 

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, গত ১৫ অক্টোবর শুক্রবার বেগমগঞ্জের চৌমুহনীর বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত ১০ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। বেগমগঞ্জ থানা দায়ের করা ১৯ নং মামলায় শুনানি শেষে তিন আসামির ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। রিমান্ড মঞ্জুর শেষে তাদের বেগমগঞ্জ থানায় নেওয়া হয়েছে। 

মো. শহীদুল ইসলাম আরও জানান, মন্দিরে সহিংসতার ঘটনায় দায়ের করা ২৬টি মামলায় এ পর্যন্ত ২০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ৯০ জন বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামি ও গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য, ভিডিও চিত্র এবং গোয়েন্দা প্রতিবেদনের মাধ্যমে আরও ১১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। 

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি