হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ ও নৌযান চলাচল শুরু

চাঁদপুর প্রতিনিধি

ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ অতিক্রমের পর আবহাওয়া অনেকটা স্বাভাবিক হওয়ার পর চাঁদপুর থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু হয়েছে। প্রায় ৬০ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার ভোর ৬টা থেকে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘূর্ণিঝড় মোখার প্রভাব থাকায় গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন। এ নিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হওয়ার পর চাঁদপুর ঘাটে মাইকিং করে ঘোষণা হচ্ছে। বিষয়টি লঞ্চমালিকদেরও জানানো হয়েছে।’ 

আজ সকাল ১০টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, লঞ্চ চলাচলের ঘোষণা করা হলেও ঘাটে যাত্রী কম। বেশ কয়েকটি লঞ্চ দাঁড়িয়ে আছে। 

ঘাটে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক আবদুর রহমান জানান, ‘যাত্রীরা এলে চলাচলে কোনো সমস্যা হবে না। কারণ, একাধিক লঞ্চ ঘাটে অবস্থান করছে। বেলা ১১টার দিকে আব এ জম জম-১ লঞ্চটি সদরঘাটের উদ্দেশে চাঁদপুর থেকে ছেড়ে গেছে।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক