হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আসাদুজ্জামান মাসুদ (২২) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে শহরের খাজুরিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। 

মাসুদ জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মোহাম্মদীয়া ভোর বাজারের মৃত নুরুল আলমের ছোট ছেলে এবং ফেনী সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ডের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাসুদ দুপুরে খাজুরিয়া রাস্তার মাথায় মোটরসাইকেল সার্ভিসিং করতে যান। সেখান থেকে দ্রুতগতিতে বের হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় তার মাথায় মারাত্মক আঘাত লেগে মাথার মগজ বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের চাচা নিজাম উদ্দিন সুরুজ আজকের পত্রিকাকে বলেন, ‘মাসুদ একদম সুস্থভাবেই মোটরসাইকেল পরিষ্কার করতে গিয়েছিল। তার আকস্মিক চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না। পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’ 

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘নিহত শিক্ষার্থীর মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির