হোম > সারা দেশ > নোয়াখালী

চেয়ারম্যানের বাসায় ২৭৯ সিম কার্ড ও ৭৬ মোবাইল ফোন, তোলা হতো ভাতা 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুনছুর উল্লাহ শিবলীর বাসা তল্লাশি করে ২৭৯ সিমকার্ড ও ৭৬টি মোবাইল ফোন জব্দ করেছে নৌবাহিনী। এসব সিম কার্ডে নগদের মাধ্যমে ভাতাভোগীদের নামে বরাদ্দের অর্থ লেনদেন করা হতো। চেয়ারম্যান শিবলীকে গতকাল বুধবার সন্ধ্যায় হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের সুপার মার্কেটের সামনে থেকে সন্দেহজনকভাবে চেয়ারম্যান শিবলীকে আটক করে নৌবাহিনীর একটি দল। পরে তাঁর বাসায় তল্লাশি চালিয়ে সিম কার্ড ও মোবাইল ফোন জব্দ করে। 

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহাম্মেদ বলেন, ‘শিবলী চেয়ারম্যানকে থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। তাঁর বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলমান আছে।’ 

চেয়ারম্যান শিবলী সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ওয়ালী উল্যার ছেলে। তিনি ২০২২ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নলচিরা ইউনিয়ন থেকে প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। 

নৌবাহিনী জানায়, চেয়ারম্যান শিবলীর বাসা তল্লাশি করে ২৭৯ সিম কার্ড ও ৭৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব সিম কার্ড দিয়ে সাধারণ মানুষকে দেওয়া অর্থ আত্মসাৎ করতেন তিনি। সিম কার্ডের মাধ্যমে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা দেওয়া হতো। প্রতিটি সিম কার্ড নির্দিষ্ট ভাতাভোগীর নামে রেজিস্ট্রেশন করা। 

প্রতি তিন মাস পরপর ভাতাভোগীর নামে বরাদ্দ করা টাকা রেজিস্ট্রেশন করা মোবাইল ফোন নম্বরে চলে যেত, যা পরে ভাতাভোগীরা নগদের এজেন্টের কাছে গিয়ে উত্তোলন করতে পারতেন। কিন্তু চেয়ারম্যান অবৈধভাবে এসব সিম কার্ড নিজের কাছে রেখে সাধারণ মানুষের ভাতার টাকা নিজে আত্মসাৎ করতেন। জব্দ করা এসব সিম কার্ডসহ হাতিয়া থানায় তাঁকে হস্তান্তর করা হয়েছে বলে জানায় নৌবাহিনী।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক