হোম > সারা দেশ > কুমিল্লা

দেবিদ্বারে ১৪টি পরিবারের ঘর পুড়ে ছাই

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার দেবিদ্বারে ২০টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় সর্বস্বান্ত হয়ে পড়েছে ১৪টি পরিবার। তাদের ঘরে রক্ষিত বিভিন্ন আসবাবপত্রসহ সবকিছুই পুড়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধামতী ইউনিয়নের উত্তরপাড়ায় আবুল হোসেন সরকারবাড়িতে এ ঘটনা ঘটে।

প্রথমে এলাকাবাসী ও পরে পাশের উপজেলা মুরাদনগর থেকে আসা ফায়ার সার্ভিস দলের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে যান দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার আশিক উন নবী তালুকদার, দেবিদ্বার থানার ওসি মো.আরিফুর রহমান এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুসহ আওয়ামী লীগের নেতারা। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং সরকারি সহযোগিতাসহ ব্যক্তি উদ্যোগে বসতঘর নির্মাণ করার আশ্বাস দেন। 

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, প্রথমে তাজু মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে পাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুড়ে যায় পাশাপাশি থাকা ২০টি বসতঘর। আগুনে প্রতিটি পরিবারের ধান, চাল, অন্যান্য ফসলসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে।

ওসি মো. আরিফুর রহমান বলেন, `শর্ট সার্কিটের কারণে আগুন লেগে প্রায় ২০ ঘর পুড়ে যায়। আমিসহ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছি।'

উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক উন নবী তালুকদার বলেন, ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারকে খাদ্যসামগ্রীসহ সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হবে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার