হোম > সারা দেশ > চট্টগ্রাম

তরুণীর ছবি ভাইরালের ভয় দেখিয়ে ২১ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ, অবশেষে ধরা তরুণ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অভিযুক্ত শাফায়েত উল্লাহ আকাশ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে এক তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ২১ ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে এক তরুণ গ্রেপ্তার হয়েছেন।

অভিযুক্ত শাফায়েত উল্লাহ আকাশ (১৯) সাতকানিয়া উপজেলার দেওদীঘি গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁকে নগরের চকবাজার থানা এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা জব্দ করা হয়। ভুক্তভোগী তরুণী (১৮) নগরের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

আজ বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় সিএমপির দক্ষিণ জোনের উপকমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন বলেন, আড়াই মাস আগে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শাফায়েতের সঙ্গে ভুক্তভোগী কলেজছাত্রীর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আসামি সুকৌশলে ওই ছাত্রীর কাছ থেকে কিছু ছবি নিয়ে রাখেন। এরপর ছবিগুলো সম্পাদনা করে আপত্তিকর ও অশ্লীল করে তা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর হুমকি দিয়ে তরুণীকে নগদ টাকা ও স্বর্ণালংকার দিতে বলেন। এতে তিনি আতঙ্কিত হয়ে ৫ মার্চ থেকে বিভিন্ন সময় মায়ের স্বর্ণালংকার সরিয়ে শাফায়াতের হাতে তুলে দেন। এভাবে ভুক্তভোগী তরুণীর কাছ থেকে ২১ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করেন ওই তরুণ। পাশাপাশি নগদ ১ লাখ ৬০ হাজার টাকাও আত্মসাৎ করেন।

ডিসি আলমগীর বলেন, দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করে এভাবে স্বর্ণালংকার ও অর্থ আত্মসাতের ঘটনা নিয়ে ভুক্তভোগী কোতোয়ালি থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাফায়াতকে আটক করে। পরে তাঁর দেখানো মতে ১৬ ভরি স্বর্ণালংকার ও অলংকার বিক্রির নগদ ৫ লাখ টাকা জব্দ করা হয়। আজ শুক্রবার এই ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে