হোম > সারা দেশ > চট্টগ্রাম

তরুণীর ছবি ভাইরালের ভয় দেখিয়ে ২১ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ, অবশেষে ধরা তরুণ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অভিযুক্ত শাফায়েত উল্লাহ আকাশ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে এক তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ২১ ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে এক তরুণ গ্রেপ্তার হয়েছেন।

অভিযুক্ত শাফায়েত উল্লাহ আকাশ (১৯) সাতকানিয়া উপজেলার দেওদীঘি গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁকে নগরের চকবাজার থানা এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা জব্দ করা হয়। ভুক্তভোগী তরুণী (১৮) নগরের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

আজ বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় সিএমপির দক্ষিণ জোনের উপকমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন বলেন, আড়াই মাস আগে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শাফায়েতের সঙ্গে ভুক্তভোগী কলেজছাত্রীর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আসামি সুকৌশলে ওই ছাত্রীর কাছ থেকে কিছু ছবি নিয়ে রাখেন। এরপর ছবিগুলো সম্পাদনা করে আপত্তিকর ও অশ্লীল করে তা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর হুমকি দিয়ে তরুণীকে নগদ টাকা ও স্বর্ণালংকার দিতে বলেন। এতে তিনি আতঙ্কিত হয়ে ৫ মার্চ থেকে বিভিন্ন সময় মায়ের স্বর্ণালংকার সরিয়ে শাফায়াতের হাতে তুলে দেন। এভাবে ভুক্তভোগী তরুণীর কাছ থেকে ২১ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করেন ওই তরুণ। পাশাপাশি নগদ ১ লাখ ৬০ হাজার টাকাও আত্মসাৎ করেন।

ডিসি আলমগীর বলেন, দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করে এভাবে স্বর্ণালংকার ও অর্থ আত্মসাতের ঘটনা নিয়ে ভুক্তভোগী কোতোয়ালি থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাফায়াতকে আটক করে। পরে তাঁর দেখানো মতে ১৬ ভরি স্বর্ণালংকার ও অলংকার বিক্রির নগদ ৫ লাখ টাকা জব্দ করা হয়। আজ শুক্রবার এই ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই