চট্টগ্রাম নগরীর রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) জুবিলী রোড শাখা অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রাইফেল ক্লাব মার্কেট ও বৈদ্যুতিক সরঞ্জামের মার্কেটের দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ‘শুরুতে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়।’
এ রিপোর্ট লেখার সময় (রাত সাড়ে ৯টা) আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানায় ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা।
তবে ব্যাংকের ভেতর থেকে ধোয়া বের হতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ করেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস কিছু না জানালেও পার্শ্ববর্তী রাইফেল ক্লাব মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন সিকদার শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দাবি করেন।
তিনি বলেছেন, বন্ধের দিন হিসেবে ব্যাংক পুরোপুরি তালাদ্ধ ছিল। বিদ্যুতের শর্ট সার্কিট ছাড়া এক্ষেত্রে অগ্নিকাণ্ডের আর কোনো কারণ আছে বলে মনে হয় না।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী নুরুল আমিন সিকদার বলেন, ‘সন্ধ্যার পর শর্ট সার্কিট থেকে হাল্কা আগুন ধরে ৷ এরপরই একটা বিকট আওয়াজ হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে। ব্যাংকের চারতলা ভবনের নীচ তলায় ভেতরে এ আগুন লাগে।
অগ্নিনির্বাপণে কাজ করা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘ভেতরে প্রচুর ধোয়া। কোথা থেকে এত ধোয়া উৎপন্ন হচ্ছে তা বলতে পারছি না। তবে ধোয়ার ফলে আগুন নিয়ন্ত্রণে আমাদের বেগ পেতে হয়েছে।’
এ বিষয়ে ইউসিবি ব্যাংকের জুবিলী রোড শাখার ব্যবস্থাপক (অপারেশনস) মো. মইনউদ্দিন চৌধুরী বলেন, ‘আগুনের ঘটনা ঘটে সন্ধ্যা সাতটার দিকে। এ সময় ব্যাংক বন্ধ ছিল। নিরাপত্তাকর্মী থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন। আশা করছি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না।’