হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে প্রকাশ্যে নারীর স্বর্ণের চেইন ছিনতাই, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের টেরিবাজারে প্রকাশ্যে ছুরির ভয় দেখিয়ে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কোতোয়ালি থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের দৃশ্য পাশেই একটি দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ওই ভিডিও ফুটেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুই আসামিকে শনাক্তের পর বিকেলেই তাদের আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের দায় স্বীকার করেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, পঞ্চাশোর্ধ্ব এই ব্যক্তি টেরিবাজারে একটি গলির ভেতর ঢুকছেন। তাঁর হাতে ছিল পলিথিনের ব্যাগ ও কাপড়। আগে থেকে ওই নারীর পিছু নেওয়া দুই যুবক পরে ছুরির ভয় দেখিয়ে ওই নারীর স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় ওই নারী চিৎকার এবং বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে নিচে পড়ে যায়। এ সময় এক ছিনতাইকারী তাঁর গলা থেকে চেইনটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় পাশেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তা প্রত্যক্ষ করলেও ছিনতাইকারীদের একজন পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে ছুরির ভয় দেখালে তিনি দ্রুত সটকে পড়েন।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ