হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে ফের সংঘর্ষ, আহত ৬

চবি প্রতিনিধি

কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনায় এক সহকারী প্রক্টরসহ অন্তত ছয় জন আহত হয়েছেন।

তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চবির স্বাস্থ্যকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সংঘর্ষে জড়ানো ছাত্রলীগের দুই পক্ষ ক্যাম্পাসে ‘ভিএক্স’ ও ‘সিক্সটি নাইন’ নামে পরিচিত। উভয় পক্ষই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। গতকাল রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে।

‘সিক্সটি নাইনের’ কর্মীরা শাহজালাল ও শাহ আমানত হলের সামনে এবং ‘ভিএক্সের’ কর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেন। সংঘর্ষ চলার সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া ও পাল্টা ধাওয়া চলে। পাশাপাশি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা হাতে মহড়া দেন উভয় পক্ষের নেতা-কর্মীরা। এরপর থেকে ক্যাম্পাসের পরিবেশ থমথমে।

চবির চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, ‘সহকারী প্রক্টর শহীদুল ইসলামের চোখের পাশে ইটের আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখানে ছয়জন চিকিৎসা নিতে আসেন।’

ভিএক্স গ্রুপের নেতা ও চবি শাখা ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১১টার দিকে সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হল থেকে এসে সোহরাওয়ার্দী হলের ভিএক্সের কর্মীদের ওপর হামলা করেন। পরে ভিএক্সের কর্মীরা প্রতিরোধ করেন। এখন যে যার হলে অবস্থান করছেন।’

সংঘর্ষের বিষয়ে জানতে সিক্সটি নাইন গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

সহকারী প্রক্টর শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আগের দিনের সমস্যা মিটমাট না করায় আবারও তাঁরা সংঘর্ষে জড়িয়েছেন। আমরা জড়িতদের চিহ্নিত করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেব।’

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী রাতের শাটল ট্রেনে ভিএক্সের কর্মীদের সঙ্গে সিক্সটি নাইনের কর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সিক্সটি নাইনের এক কর্মীকে মারধর করেন ভিএক্সের কর্মীরা।

এর জেরে শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় স্টেশনে পৌঁছার পর ভিএক্সের কর্মীরা সোহরাওয়ার্দী হল ও সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। অনেকে অস্ত্র প্রদর্শন করেন। রাত ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি