হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদা না দেওয়ায় যুবককে হত্যা, আহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাণিজ্য মেলার স্টল বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. মঈনুদ্দিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরের কাজীর দেউড়ি ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। এ সময় মোবারক (২৭) নামে আরও একজন আহত হয়েছেন। 

নিহত মঈনুদ্দিন চান্দগাঁও থানার পাঠান্যা গুদাম এলাকার আব্দুল মাবুদের ছেলে। আহত মোবারক তাঁর খালাতো ভাই। মোবারক কাজীর দেউড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজকের পত্রিকাকে বলেন, মঈনুদ্দিন ও তাঁর খালাতো বোন পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বাণিজ্য মেলায় কাপড়ের স্টল বসিয়েছেন। স্থানীয় আবু আহম্মেদ বাবু ওরফে পিস্তল বাবু দোকান বসানোকে কেন্দ্র করে তাঁদের কাছ থেকে চাঁদা দাবি করেন। কিন্তু তাঁরা চাঁদা দিতে রাজি হননি। 

এরই জেরে আজ ভোরে ঢাকা থেকে মালামাল নিয়ে খালার বাসায় যাওয়ার সময় বাবু মঈনুদ্দিনকে ছুরিকাঘাত করেন। এ সময় তাঁকে বাঁচাতে গেলে মোবারককেও ছুরিকাঘাত করা হয়। পরে তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত মোবারক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু অভিযুক্তদের কাউকে পায়নি। ঘটনার সঙ্গে জড়িত বাবু ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ