চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নানা অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী।
আজ রোববার দুপুর ১২টার দিকে চরলক্ষ্যার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান তালুকদার বলেন, শুরু থেকে তিনি মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন। নৌকার জয় সুনিশ্চিত দেখে এবং নিজের পরাজয় নিশ্চিত জেনে ভোট বর্জন করেছেন।
সোলায়মান আরও বলেন, ‘সব কেন্দ্রে আপনারাও গেছেন আমিও গেছি। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুন্দর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে।’