হোম > সারা দেশ > চট্টগ্রাম

চউক ও চসিকের মধ্যে বিরোধ সৃষ্টির অপপ্রয়াস চলছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এই সরকারি দুই সংস্থার মধ্যে বিরোধ সৃষ্টির অপপ্রয়াস চলছে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এ জন্য চউকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে দায়ী করে তিনি বলেন, চউকের একজন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আমাদের প্রতি দোষারোপ করে যে সকল কথা গণমাধ্যমে বলছেন তা আন্ত: সংস্থা বিরোধ সৃষ্টি করার অপপ্রয়াস। এ কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই প্রশ্ন জাগে ওই প্রকৌশলী কার এজেন্ডা বাস্তবায়ন করছেন।

আজ বুধবার নগরের আন্দরকিল্লায় পুরোনো নগর ভবনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে চসিকের ষষ্ঠ পরিষদের অষ্টম সাধারণ সভায় এসব মন্তব্য করেন তিনি। 

এ সময় চসিক মেয়র বলেন, প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও দীর্ঘসূত্রতার কারণে মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কষ্ট পেলেও তা লাঘবে আমার ক্ষমতা খুবই সীমিত। এ ক্ষেত্রে সেবা প্রদানকারী সংস্থাসমূহের মধ্যে সমন্বয় সাধনের নেতৃত্ব চসিক মেয়রকে দেওয়া হলে অনেক কিছুরই সমাধান হবে বলে আমি মনে করি। এ জন্য দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করি। 

সরকারের মেগা প্রকল্প বাস্তবায়নে জনভোগান্তিগুলোকে চিহ্নিত করে তা সমাধানে চসিক ও চউক প্রকৌশলী পর্যায়ে একটি তদারকি কমিটি গঠিত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এই কমিটি সরেজমিনে গিয়ে সমস্যা শনাক্ত করলেও বাস্তব ক্ষেত্রে সমাধানের কোনো প্রতিফলন দেখা যায়নি। 

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সঞ্চালনায় প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিকসহ চসিক কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও বিভাগীয় কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভার শুরুতে কোরআন তিলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন চসিক মাদ্রাসা পরিদর্শক আলহাজ মাওলানা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ