হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিলে বিদ্যুতের তারে জড়িতে একজনের নিহত

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর চাটখিলে বিদ্যুতের তারে জড়িয়ে মোহাম্মদ হোসেন মধু (৪৫) নামের একজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে মল্লিকা বাড়ি সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন উপজেলার সুন্দপুর এলাকার মধু মল্লিকা বাড়ির আব্দুর রবের ছেলে। তাঁর এক মেয়ে ও দুই ছেলে আছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ফজরের নাম পড়তে পার্শ্ববর্তী মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মধু। এ সময় সড়কে পড়ে থাকা পল্লিবিদ্যুতের মূল লাইনের একটি ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর পাশে বাড়ির এক মহিলা মধুর লাশ দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন এগিয়ে আসে। পড়ে বিষয়টি বিদ্যুৎ অফিসে জানান তাঁরা। 

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, এ ঘটনার জন্য পল্লিবিদ্যুৎ কার্যালয়ের লোকজন দায়ী। বিদ্যুতের তার ছিঁড়ে গেলে তাঁরা সময়মতো তা মেরামত করে না। তাঁদের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 

এ বিষয়ে পল্লিবিদ্যুৎ চাটখিলের ডিজিএম এর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি। 

চাটখিল থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক