হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে নারীকে দল বেঁধে ধর্ষণ, শনাক্ত ২ 

কক্সবাজার প্রতিনিধি

স্বামী-সন্তানকে জিম্মি করে পর্যটক নারীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট থেকে ওই নারীকে তুলে নিয়ে দুবার ধর্ষণ করে তিন যুবক। এ ঘটনায় দুজনকে শনাক্ত করা হয়েছে।

কক্সবাজার র‍্যাব-১৫-এর লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, ‘ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করা গেছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। যারাই জড়িত থাকুক, তাদের কঠোর শাস্তি পেতে হবে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে। মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন।’ 

এর আগে ধর্ষণের খবর পেয়ে কক্সবাজার হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকার জিয়া গেস্ট ইন থেকে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ওই নারীকে উদ্ধার করে কক্সবাজার র‍্যাব-১৫। 

জানা গেছে, বুধবার সকালে ঢাকার যাত্রাবাড়ী থেকে স্বামী-সন্তানসহ ওই নারী কক্সবাজারে বেড়াতে আসেন। তাঁরা শহরের হলিডে মোড়ের একটি আবাসিক হোটেলে ওঠেন। বিকেলে সপরিবারে সৈকতের লাবণী পয়েন্টে ঘুরতে বের হন। এ সময় এক যুবকের সঙ্গে ওই নারীর স্বামীর ধাক্কা লাগলে কথা-কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তাঁর আট মাসের সন্তান ও স্বামীকে সিএনজি অটোরিকশায় করে কয়েকজন তুলে নিয়ে যায়। এ সময় আরেকটি সিএনজি অটোরিকশায় তাঁকে তুলে নেয় তিন যুবক। পর্যটন গলফ মাঠের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে তাঁকে ধর্ষণ করে তিনজন।

এরপর তাঁকে নেওয়া হয় জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে। সেখানে ইয়াবা সেবনের পর আরেক দফা তাঁকে ধর্ষণ করে ওই তিন যুবক। এ ঘটনা কাউকে না জানানোর জন্য শাসিয়ে যায় ধর্ষকেরা। তারা ওই নারীর সন্তান ও স্বামীকে হত্যা করার হুমকিও দেয়। 

ওই নারী জানান, জিয়া গেস্ট ইনের তৃতীয় তলার জানালা দিয়ে এক যুবকের সহায়তায় কক্ষের দরজা খোলেন তিনি। তারপর ফোন দেন ৯৯৯-এ। পুলিশ তাঁকে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়। তারপর পাশের একজনের সহযোগিতায় এই খবর জানান র‍্যাবকে। তারা এসে তাঁকে উদ্ধার করে। তাঁর স্বামী ও সন্তানকে উদ্ধার করা হয় পর্যটন গলফ মাঠ এলাকা থেকে। 

ভুক্তভোগীর স্বামী বলেন, ‘সামান্য ধাক্কা লাগার কারণে তারা আমার কেন এত বড় ক্ষতি করল? অপরিচিত বলে শহরের বিভিন্ন জায়গায় নিয়ে গেলেও সেই জায়গা ও দুর্বৃত্তদের চিনতে পারিনি। বারবার হাতে-পায়ে ধরলেও তারা আমার স্ত্রীকে ফেরত দেয়নি। বেড়াতে এসেছিলাম বেতন পাওয়ার খুশিতে। এখন স্ত্রীর অবস্থা ভালো না, তাকে নিয়ে চিন্তায় আছি। তার শরীরের অবস্থাও ভালো না।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত