হোম > সারা দেশ > কুমিল্লা

মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া সাবেক ইউপি সদস্যের পরিবার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের পুড়ে যাওয়া বাড়ি। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া হয়েছে সাবেক এক ইউপি সদস্যের পরিবার। আব্দুর রাজ্জাক নামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি গোলপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, পাঁচ মাদক কারবারি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ কারণে তিনি মামলা করলে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। তিনি মামলা তুলতে রাজি না হওয়ায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের গ্রামছাড়া করেছে তারা।

আজ বৃহস্পতিবার অজ্ঞাতনামা স্থান থেকে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর দক্ষিণপাড়ার শওকত, মো. সোলেমান, মো. সোহেল, কবির হোসেন ও খলিল মিয়ার বিরুদ্ধে গত ১১ এপ্রিল চৌদ্দগ্রাম থানায় মামলা করেন তিনি। তাঁদের বিরুদ্ধে তিনি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগে আনেন। এরপর থেকে বিবাদীরা তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য একাধিকবার হুমকি ও চাপ দিচ্ছেন। তিনি মামলা তুলে নিতে রাজি না হওয়ায় মাদক কারবারিরা তাঁকে ও তাঁর স্ত্রী স্বপ্না বেগমসহ পরিবারের চার সদস্যকে গ্রামছাড়া করেছেন।

সাবেক ইউপি সদস্য তাঁর মামলায় উল্লেখ করেন, বিবাদীরা চিহ্নিত মাদক কারবারি। তাঁর বসতঘরটি রাস্তার পাশে হওয়ায় রাতের বেলায় বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখেন। সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক কারবারিদের মাদক পাচারে বৈদ্যুতিক লাইটের কারণে সমস্যা হয়। এতে তাঁরা তাঁর স্ত্রী স্বপ্না বেগমকে রাতের বেলা বৈদ্যুতিক লাইট জ্বালাতে নিষেধ করেন। স্বপ্না বেগম তাতে রাজি না হলে গত ২ এপ্রিল রাতে তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে গত ৮ এপ্রিল রাতে তাঁর বসতঘরটি জ্বালিয়ে দেয়। এ ঘটনায় তিনি পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গুলজার আলম আজ দুপুরে বলেন, ‘সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের বসতঘরটি মাদক কারবারিরা জ্বালিয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে গেছে। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ছাড়া মামলার বাদী আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করেছি।’

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত