হোম > সারা দেশ > চট্টগ্রাম

হালদা থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি। ছবি: পেক্সেল

সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে রাউজানের হালদা থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। আজ বুধবার উপজেলার হালদা নদীর পশ্চিম গুজরা ইউনিয়ন কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। এ নিয়ে উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, এটি ৪৫তম মৃত ডলফিন।

খবর পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশের সদস্যরা গিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন ও মৃত্যুর কারণ অনুসন্ধান করেন।

উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর আজাদী বলেন, মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট, প্রস্থ ২৭ ইঞ্চি এবং ওজন প্রায় ১৫ কেজি। ধারণা করা হচ্ছে, কর্ণফুলী নদীর মোহনার দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। জোয়ারে এটি ভেসে আসে। মৃত্যুর কারণ সম্পর্কে আরও পর্যালোচনা ও অনুসন্ধান করে প্রকৃত কারণ জানা যাবে। পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই বিষয়ে হালদা গবেষক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বুধবার রাউজান উপজেলার হালদা নদীর শাখা কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় একটি গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়। উদ্ধার মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট ও ওজন প্রায় ১৫ কেজি। ডলফিনটি পচে যাওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মৃত ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়। এ নিয়ে হালদা নদী থেকে উদ্ধার করা মৃত ডলফিনের সংখ্যা ৪৪টি।

এর আগে গত সপ্তাহে হালদা নদীর সিপাহি ঘাট থেকে ৪৩তম মৃত ডলফিন উদ্ধার করা হয়; যার দৈর্ঘ্য ছিল ৫০ ইঞ্চি, ওজন ১১ দশমিক ৯ কেজি। এ নিয়ে চলতি মাসে দুটি মৃত ডলফিন উদ্ধার করা হয়; যা হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রের জন্য উদ্বেগজনক। হালদা নদীর ডলফিন রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান