হোম > সারা দেশ > নোয়াখালী

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৮ জেলে জীবিত উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় এমভি আয়েশা নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে থাকা ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ট্রলারটি এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

এমভি আয়েশা নামে ট্রলারটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী খালের। এটির মালিক জাহাজমারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. খোকন। 

সাগরে ডুবে যাওয়া ট্রলারের মাঝি নেছার উদ্দিন বলেন, ‘সাগর উত্তাল ছিল, মাছও পাওয়া গেছে প্রচুর। ট্রলারে ৫ হাজারের মতো ইলিশ মাছ ছিল। ট্রলার নিয়ে ঘাটে আসার পথে প্রবল জোয়ারের স্রোতে ট্রলারটি উল্টে যায়। পরে আমরা মাঝিমাল্লারা সবাই সাঁতরে অন্যান্য ট্রলারে গিয়ে উঠি। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ 

ট্রলারের মালিক খোকন জানান, ট্রলারটি সাগর থেকে ঘাটে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রলারটি। পরে পাশে থাকা অন্য ট্রলার মাঝিমাল্লাদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে। দুর্ঘটনার কবলে পড়া ট্রলারে ১৮ জন মাঝিমাল্লা ছিল। পরে ১২টার দিকে ঘাট থেকে আরও দুটি ট্রলার দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে ডুবন্ত ট্রলারটি উদ্ধার করার জন্য। 

এ ঘটনায় হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ‘সাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ট্রলারের মালিক মোবাইল ফোনে আমাকে বলেছেন। আমরাও খোঁজ-খবর নিচ্ছি। তবে কোনো হতাহতের ঘটনা আছে কি না, এখনো নিশ্চিত হতে পারিনি।’ 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার