হোম > সারা দেশ > চট্টগ্রাম

তুমব্রু সীমান্তের উত্তরে প্রচণ্ড গোলাগুলি, দক্ষিণে চোরাচালানকালে জব্দ ২৯ মহিষ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের ঘুমধুম পয়েন্টে দুদিন বন্ধ থাকার পর ৩৮ ও ৩৯ নম্বর পিলার সংলগ্ন এলাকায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে পরপর ১৫ রাউন্ড মর্টারশেলের শব্দ ভেসে আসে বাংলাদেশের বাইশফাঁড়িসহ আশপাশের গ্রামগুলোতে। একই পয়েন্টে একইদিন বিকেলে ভারী গোলাবর্ষণের বিকট আওয়াজ পাওয়া যায়। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন স্থানীয়রা। 

সীমান্তের ৩৯ নম্বর পিলার নিকটবর্তী এলাকায় বসবাসরত হাফেজ আহমদ, আবদুর রহিম ও জুহুরা বেগম জানান, প্রতিনিয়ত গোলাগুলির মধ্যে ভয়ে ভয়ে রাত কাটাচ্ছেন তাঁরা। সচরাচর প্রায় দিনই গভীর রাত পর্যন্ত গোলাগুলি চলে। ফলে রাত ১টার আগে ঘুমাতে পারেন না তাঁরা। গতকাল বুধবার রাতেও ১টার পর ঘুমাতে যান তাঁরা। কিন্তু বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় হঠাৎ ৩৯ পিলার সীমান্তের কাছাকাছি এলাকায় বিকট গোলাগুলির শব্দে ঘুম ভাঙে তাদের। এ সময় পরপর ১৫ / ২০ রাউন্ড মর্টারশেলের আওয়াজ শুনতে পান তাঁরা। 

এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বলেন, ‘গোলাগুলি দুদিন বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল থেকে আবারও গোলাগুলি হচ্ছে সীমান্তে।’

এদিকে, তুমব্রু পশ্চিম কূল এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির তুমব্রু বিওপির জোয়ানেরা ২৯টি মহিষ জব্দ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর এসব মহিষ মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।

 বিজিবির একটি সূত্র জানিয়েছে, সীমান্তের ৩৩ নম্বর পিলার এবং ৩৪ নম্বর পিলারের মাঝামাঝি পয়েন্ট থেকে মহিষগুলো জব্দ করা হয়েছে। মহিষগুলো সংশ্লিষ্ট দপ্তরে সোপর্দের প্রক্রিয়া চলছে। 

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি