হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালী পৌরসভার ৩৪ কেন্দ্রে ইভিএমএ ভোটগ্রহণ চলছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌরসভার নির্বাচন শুরু হয়েছে। নগরীর ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে চলছে ভোটগ্রহণ। নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীই ভোট প্রদান করেছেন। আজ রোববার সকাল ৮টায় পৌর শহরের পাবলিক কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. সহিদ উল্যাহ্ খান সোহেল। সকাল ৯টার দিকে সোনাপুর কারামতিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন বিএনপির সমর্থক স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী শহিদুল ইসলাম কিরন। 

সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, শীত উপেক্ষা করে ভোর থেকে কেন্দ্রের মাঠে সারিবদ্ধভাবে ভোটাররা প্রবেশ করতে শুরু করেন। সকাল ৮টা বাজার সঙ্গে সঙ্গে কেন্দ্রের ভেতরে নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। 

উল্লেখ্য, নোয়াখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৬৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৭৫ হাজার ৭২৬ জন। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৭৫০ জন পুলিশ, ৪৫০ জন আনসার, ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‍্যাব, পুলিশের চারটি মোবাইল টিম, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯টি ওয়ার্ডে একজন করে মোট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে প্রশাসন। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে