হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় একাধিক বিয়ে নিয়ে ঝগড়া, যুবকের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

পুলিশের হাতে আটক সাকিব। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় সাকিব (৩৫) নামের এক যুবকের ছুরিকাঘাতে তাঁর বড় ভাই রাকিব (৪০) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তাঁরা ওই গ্রামের মৃত এনায়েত হোসেনের ছেলে। এ ঘটনায় সাকিবকে আটক করেছে পুলিশ।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রাত ১টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই সাকিবকে আটক করা হয়েছে।

খোরশেদ আলম আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আটক সাকিব তিনটি বিয়ে করলেও কোনোটি টেকেনি। ঘটনার দিন সাকিব আরেকটি বিয়ে করলে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। হইহুল্লোড় শুনে আশপাশের লোকজন এসে তাঁদের শান্ত করেন। কিন্তু এ সময় দুই ভাই আবারও ঝগড়ায় লিপ্ত হন। উপস্থিত লোকজনের সামনেই দৌড়ে এসে ছুরি দিয়ে বড় ভাইকে আঘাত করে পালাতে চেষ্টা করেন সাকিব। সঙ্গে সঙ্গে বড় ভাই মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন পুলিশ ডেকে ছোট ভাইকে সোপর্দ করেন।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত