নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের পানিতে ডুবে তওফিকুর রহমান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তওফিকুর চরজুবিলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তানজিদুর রহমান তানজিদের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ বিকেলে বড়শি নিয়ে মাছ ধরতে পুকুরে গেলে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় তওফিকুর। এরপর তাঁকে দীর্ঘক্ষণ না দেখে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে মরদেহ দেখতে পায়।
সূত্র আরও জানান, নিহত তওফিকুর মৃগী রোগে ভুগছিলেন। পুকুরের পানির কাছাকাছি যাওয়ায় হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে সে পানিতে পড়ে ডুবে মারা যেতে পারে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জয়দেব প্রকাশ বলেন, এলাকাবাসী তওফিকুরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সে মারা যায়। সে মৃগী রোগী ছিল।
চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।