হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে নিখোঁজের ২৭ দিন পর মিলল লাশ

প্রতিনিধি

পরশুরাম (ফেনী): ফেনীর পরশুরামে নিখোঁজ হওয়ার ২৭ দিন পর ভারতীয় সীমান্তবর্তী কাঁটাতারের পাশ থেকে ইয়াছিন নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়নের রঙ্গামাটিয়া গ্রাম থেকে টুকরো টুকরো করা এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

নিহতের স্বজনেরা জানান, নিখোঁজের পর পরশুরাম থানায় জিডি করেছিলেন ইয়াছিনের পরিবারের সদস্যরা। কিন্তু ইয়াছিনকে খুঁজে বের করতে থানা পুলিশের কোনো তৎপরতা ছিল না। পরে তাঁরা জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে অভিযোগ করেন। একপর্যায় ডিবি পুলিশ জিডির তথ্যের ওপর নির্ভর করে ঘটনার তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটকও করা হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই ভারত সীমান্তের কাঁটাতারের পাশে মাটিচাপা খণ্ড খণ্ড লাশ উদ্বার করা হয়।

এ ব্যপারে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ এন এম নুরুজ্জামান বলেন, হত্যাকারীরা প্রথমে ইয়াছিনকে দাওয়াত দিয়ে ফেনী শহরে নিয়ে আসে। সেখানেই তাকে হত্যা করা হয়। পরে একটি চটের বস্তায় ভরে সিএনজিচালিত অটোরিকশায় করে বাংলাদেশ–ভারত সীমান্তের কাঁটাতারের ভেতরে লাশ গুম করার উদ্যেশ্যে মাটি চাপা দেয়। কথিত একটি কষ্টিপাথর নিয়ে লেনদেনের বিষয়ে আলাপ করতে গিয়ে বনিবনা না হওয়ায় এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পূর্ণ তদন্ত চলছে।

নুরুজ্জামানের মতে, হত্যাকারীরা ইয়াছিনকে হত্যা ও এর প্রমাণ লোপাটের জন্য খুব সূক্ষ্ম পরিকল্পনা করেছিল। কিন্তু তারা সফল হয়নি। ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত