হোম > সারা দেশ > ফেনী

ব্যালট রক্ষায় প্রয়োজনে গুলি করবে পুলিশ: ফেনীর এসপি

ফেনী প্রতিনিধি

ফেনীর পুলিশ সুপার (এসপি) জাকির হাসান বলেছেন, যদি কোনো দুষ্কৃতকারী ব্যালট পেপার ও ভোটের সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এতে যদি প্রিসাইডিং অফিসার নির্দেশনা দেন তাহলে তার ওপর গুলি চালানো হবে। 

আজ বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় ভোটারদের উদ্দেশে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে ফেনীর পুলিশ সুপার এ মন্তব্য করেন। তিনি এ সময় ভোটারদের উদ্দেশে বলেন, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবেন।’ 

ভোট নিয়ে বিভিন্ন মহল গুজব ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ‘এ কারণে এবার প্রথম সকাল বেলায় প্রতিটি কেন্দ্রে যাবে ব্যালট পেপার পৌঁছাবে।’ তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচটি বাহিনী মাঠে কাজ করবে। এবার ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে এসে সকলে পছন্দের প্রার্থীকে ভোট দিন।’ 

এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ‘ফেনীর তিন আসনে এবার ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা যেন আচরণবিধি মেনে প্রচার প্রচারণা করতে পারেন এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন, সে জন্য আমরা এই উদ্বুদ্ধকরণ সভা করছি।’ 

জেলা তথ্য অফিসার রাশেদুল হকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিকা চাকমা, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম প্রমুখ।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা