হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তাসহ দুজন বরখাস্ত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

মো. মনিরুজ্জামান, কাজী মো. ইউসুফ । ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে এক ভূমি কর্মকর্তাসহ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলা সহকারী (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এই তথ্য নিশ্চিত করেন।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহায়ক মো. মনিরুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ভূমি অফিসের এই দুই কর্মকর্তা সেবাগ্রহীতাদের দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। সাম্প্রতিক সময়ে তাঁদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।

ঘুষ নেওয়ার অভিযোগটি সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার দৃষ্টিগোচর হলে তিনি ৭ মে এই দুই কর্মকর্তাকে সাময়িক দরখাস্ত করেন।

জাকিয়া সরওয়ার লিমা বলেন, ঘুষ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭ মে কাজী মো. ইউসুফ ও মো. মনিরুজ্জামানকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। দুজনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করার ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও বলেন, বর্তমানে সব ধরনের ভূমিসেবা সম্পূর্ণ ক্যাশলেস। নামজারি বা ভূমি উন্নয়ন কর অনলাইনে জমির মালিক নিজেই ঘরে বসে পরিশোধ করতে পারেন। কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে ভূমি অফিসের কোথাও নগদ লেনদেনের সুযোগ নেই।

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ