হোম > সারা দেশ > বান্দরবান

মারাইংতং পাহাড়কে আকর্ষণীয় পর্যটন স্থান করা হবে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘ধম্মজাদী সবার সহযোগিতায় গড়ে উঠবে। মারাইংতং ধম্মজাদী সরকারি খরচে তৈরি হবে না। ফলে ধর্মীয় এই তীর্থস্থান সবার সহযোগিতায় গড়ে উঠবে। মারাইংতং পাহাড়কে একটি আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে গড়ে তোলা হবে। দেশের নানা স্থান থেকে পর্যটক এলে এলাকার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি হবে।’ 

আজ শুক্রবার আলীকদম উপজেলায় মারাইংতং ধম্মজাদী ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাঙ্গলিক ধর্মীয় অনুষ্ঠানের উদ্বোধনকালে এ কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী। আলীকদম কেন্দ্রীয় বৌদ্ধবিহারের অধ্যক্ষ ধম্মজাদীর ভদন্ত উঃ ঞানিকা মহাথের মারাইংতং ধম্মজাদী উদ্বোধন করেছেন। এ সময় মন্ত্রী ব্যক্তিগত অর্থ থেকে ৩ লাখ টাকা অনুদান হিসেবে ধম্মজাদী স্থাপনের জন্য দিয়েছেন। 

এতে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কেশপ্রু মার্মা। সভাপতিত্ব করেন মারাইংতং ধম্মজাদী প্রতিষ্ঠাতা উঃ উইচারা মহাথের। এ সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাবের মো. সোয়াইব, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালম, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জামাল উদ্দীন, পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়ি মং মার্মা, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল। 

মারাইংতং ধম্মজাদী পরিচালনা কমিটি জানিয়েছে, উদ্বোধন অনুষ্ঠান শেষে পাঁচ দিনব্যাপী  মাঙ্গলিক ধর্মীয় মেলা অনুষ্ঠিত হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৬০০ ফুট উচ্চতায় পাহাড়ের চূড়ায় এই মাঙ্গলিক ধর্মীয় বৌদ্ধ মেলা ‘মারাইংতং জাদী’ মেলা নামে পরিচিত। মেলাকে কেন্দ্র করে দেশের নানা প্রান্ত থেকে পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম হয়। গত বছরও সাত দিনব্যাপী এই মেলা হয়েছিল। 

 ১৯৯২ সাল থেকে মারাইংতং জাদী মাঙ্গলিক ধর্মীয় বৌদ্ধ মেলা শুরু হয়। এ বছর বৌদ্ধদের মাঙ্গলিক ধর্মীয় বৌদ্ধ মেলা ৩০ বছর পূর্ণ হবে। 

মারাইংতং জাদী মাঙ্গলিক বৌদ্ধ মেলায় বৌদ্ধ পুণ্যার্থীদের সমবেত প্রার্থনা, বৌদ্ধ পতাকা উত্তোলন, প্রদীপ পূজা, পিণ্ডদান, সংঘদান, আয়োজক কমিটির পক্ষ থেকে ভিক্ষুসংঘকে চীবরদান, মারাইংতং বৌদ্ধ চৈত্যকে স্বর্ণচীবর দান এবং পুণ্যার্থীদের উদ্দেশ্যে ভিক্ষুসংঘ ধর্মীয় দেশনা দেওয়া হয়। 

এ ছাড়া স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক ও ঐতিহ্য তুলে ধরেন মেলায়। মেলা উপলক্ষে নানা ধরনের বিপণিবিতান, ঐতিহ্যবাহী খাবারের দোকান গড়ে ওঠে। রাতভর চলে এই মেলা। পর্যটকদের সেখানে তাঁবুতে থাকার ব্যবস্থা আছে। 

জানা গেছে, ১৯৯৩ সালে তৎকালীন স্থানীয় সরকার পরিষদের অর্থায়নে ৯ ফুট উচ্চতা ও ৬ ফুট দৈর্ঘ্যবিশিষ্ট মহইদই বৌদ্ধধাম্মা জেদী নামে একটি বৌদ্ধমূর্তি স্থাপন করা হয়। সেখানে নতুন করে বৌদ্ধ ধম্মজাদী স্থাপন করা হচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৬০০ ফুট উচ্চতায় ১০ একর পাহাড়ি ভূমি নিয়ে মারাইংতং জাদী গড়ে ওঠে। দেশের নানা প্রান্ত থেকে সারা বছর এখানে পর্যটকে ভরপুর থাকে। মেলাস্থল থেকে বিশ্বের বৃহত্তম বালুকাময় কক্সবাজার সমুদ্রসৈকত দেখা যায়। 

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু