হোম > সারা দেশ > কুমিল্লা

সংস্কারকাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

কুমিল্লা প্রতিনিধি

খানাখন্দের সংস্কারকাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় দীর্ঘ ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট বাড়তে থাকায় সড়ক ও জনপদ বিভাগ সংস্কারকাজ বন্ধ করে দেয়। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় যানজট কমে। তবে সড়কে যানবাহনের ধীর গতি দেখা যায়।

সাধারণ যাত্রী ও চালকদের অভিযোগ, ঈদের আগে এমনিতেই মেঘনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টির হচ্ছে, ফলে দীর্ঘ সময় ধরে যানজটে আটকা পড়ে চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাঁদের।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় সড়কের খানাখন্দের সংস্কার করতে আসে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগ। সড়কের গর্তে বৃষ্টিতে পানি জমে যানবাহন চলাচল ব্যাঘাত ঘটায় এ সংস্কারকাজ করে সওজ। পরে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যানজটের মাত্রা বাড়তে থাকে। এ সময় মহাসড়কের কুমিল্লা অংশের চট্টগ্রাম অভিমুখী চান্দিনা থেকে ক্যান্টনমেন্ট এলাকা পর্যন্ত অন্তত ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রাথমিক কিছু সংস্কারকাজ করে চলে যায় সওজ।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁঞা আজকের পত্রিকাকে বলেন, মহাসড়কের ক্যান্টনমেন্ট এলাকায় কিছু বড় বড় গর্ত তৈরি হয়। তাতে পানি জমে যানবাহন চলাচলে ব্যাঘাত ও সড়কের ক্ষতি হচ্ছিল। ফলে আমরা কিছু সংস্কারকাজ শুরু করে ছিলাম। যানজট দীর্ঘ হওয়ায় কাজ বন্ধ করে দিই। আমরা আপাতত বড় কোনো সমস্যা না হলে ঈদের আগে ও পরে আর কোনো সংস্কারকাজ করব না।’

কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কে সংস্কারকাজ করায় কিছু যানজটের তৈরি হয়েছিল। পরে হাইওয়ে পুলিশ দ্রুত তা নিরসন করে। মহাসড়কে যানজট নেই। যানবাহনের কিছুটা ধীর গতি রয়েছে। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।’

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট