হোম > সারা দেশ > কুমিল্লা

মাইক্রোবাসের যাত্রী সেজে মহাসড়কে ছিনতাই: গাড়িসহ একজন গ্রেপ্তার

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের যাত্রীবেশে ছিনতাইয়ের ঘটনায় মো. সুমন হাওলাদার নামের একজনকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানার পুলিশ। গতকাল শনিবার রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার মাদারখোলা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ উল ইসলাম বলেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পুটিজলা গ্রামের কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী ও চিকিৎসক মো. আমানুল ইসলাম গত ১২ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়ায় যান। সেখান থেকে বিকেলে কুমিল্লায় আসতে গাড়ির অপেক্ষায় ছিলেন তাঁরা। এ সময় তাঁদের সামনে একটি মাইক্রোবাস দাঁড়ালে জনপ্রতি ১০০ টাকা ভাড়ায় কুমিল্লায় আসার জন্য ওঠেন। মাইক্রোবাসটিতে আগেই চালক ছাড়া চারজন ছিলেন।

গাড়িটি মহাসড়কের চান্দিনা এলাকায় এলে আগে থেকে গাড়িতে থাকা চার ছিনতাইকারী তাঁদের অস্ত্রের মুখে হাত-পা বেঁধে জিম্মি করেন। এ সময় তাঁদের মোবাইল ফোন, নগদ টাকা, ডেবিট কার্ড ছিনিয়ে নিয়ে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান।

পরে সড়কে চলাচলরত লোকজন তাঁদের উদ্ধার করে। শাহাদাত হোসেন একটি মোবাইল ফোন দিয়ে তাঁর অ্যাকাউন্ট চেক করে দেখতে পান, অ্যাকাউন্ট থেকে ডেবিট কার্ডের মাধ্যমে ৬০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় বুড়িচং থানায় মামলা করেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বলেন, প্রযুক্তি ব্যবহার করে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আজ রোববার দুপুরে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট