চট্টগ্রামের বাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় আমান উল্লাহ সিকদার (৬০) নামে এক স্কুলশিক্ষক মারা গেছেন। আজ রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ধারণা করা হচ্ছে রাস্তা পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়েছিলেন তিনি।
নিহত আমান উল্লাহ আনোয়ারা উপজেলার বরুমচড়া শিকদার বাড়ি এলাকার বাসিন্দা এবং বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
নিহত আমান উল্লাহকে হাসপাতালে নিয়ে আসা সিএনজি চালক সম্রাট হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে রাস্তায় রক্তাক্ত অবস্থায় লোকটি ছিলেন। এ সময় তিনি ছটফট করছিলেন। তখন উনি জীবিত ছিলেন। আশপাশ অনেক লোক ঘটনাটি দেখলেও কেউ এগিয়ে আসেনি। পরে আমি দ্রুত উনাকে আমার সিএনজিতে তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। দুপুরে উনি মারা যান।’
নিহতের ছেলে ফয়েজ সিকদার জানান, তাঁর বাবা সকালে গ্রামের বাড়ি থেকে নগরীর রাহাত্তারপুল এলাকার ব্লুমিং পার্ক সংলগ্ন বাসার উদ্দেশ্যে বের হয়েছিলেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে বাকলিয়া থেকে গুরুতর আহত এক ব্যক্তিকে চমেক হাসপাতালে আনা হয়। পরে তাঁকে হাসপাতালে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুর ১২ টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।