হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় আমান উল্লাহ সিকদার (৬০) নামে এক স্কুলশিক্ষক মারা গেছেন। আজ রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ধারণা করা হচ্ছে রাস্তা পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়েছিলেন তিনি।  

নিহত আমান উল্লাহ আনোয়ারা উপজেলার বরুমচড়া শিকদার বাড়ি এলাকার বাসিন্দা এবং বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 

নিহত আমান উল্লাহকে হাসপাতালে নিয়ে আসা সিএনজি চালক সম্রাট হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে রাস্তায় রক্তাক্ত অবস্থায় লোকটি ছিলেন। এ সময় তিনি ছটফট করছিলেন। তখন উনি জীবিত ছিলেন। আশপাশ অনেক লোক ঘটনাটি দেখলেও কেউ এগিয়ে আসেনি। পরে আমি দ্রুত উনাকে আমার সিএনজিতে তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। দুপুরে উনি মারা যান।’ 

নিহতের ছেলে ফয়েজ সিকদার জানান, তাঁর বাবা সকালে গ্রামের বাড়ি থেকে নগরীর রাহাত্তারপুল এলাকার ব্লুমিং পার্ক সংলগ্ন বাসার উদ্দেশ্যে বের হয়েছিলেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে বাকলিয়া থেকে গুরুতর আহত এক ব্যক্তিকে চমেক হাসপাতালে আনা হয়।  পরে তাঁকে হাসপাতালে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুর ১২ টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ