হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের জয়

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের প্যানেল থেকে সভাপতি আহাম্মদ ফেরদৌস মানিক ও সম্পাদক হাসান আল মাহমুদসহ ১০ জন নির্বাচিত হয়েছেন। আর আওয়ামী ফোরাম থেকে সহসাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু ও জাহাঙ্গীর আলমসহ পাঁচ পদে জয়ী হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১২টার দিকে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়। আইনজীবী সমিতির কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম হুমায়ুন কবির। 

অ্যাডভোকেট একেএম হুমায়ুন কবির বলেন, ‘জেলা আইনজীবী সমিতির দুটি প্যানেল ও এক স্বতন্ত্র প্রার্থীসহ সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে আহম্মদ ফেরদৌস মানিক বেশি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সম্পাদক পদে দুই প্যানেল থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পদে জাতীয়তাবাদী ফোরামের হাছান মাহমুদ সাধারণ সম্পাদক পদে জয়ী হন।’ আইনজীবী সমিতির ভোটার মোট সংখ্যা ৩৪৩ জন। এর মধ্যে ৩৩৫ জন ভোট দিয়েছেন বলে জানান তিনি। 

অন্য নির্বাচিতরা হলেন সহসভাপতি মো. শামসুদ্দিন ও জহুর আহম্মদ চৌধুরী, সহসম্পাদক রেজাউল করিম রাজু ও জাহাঙ্গীর আলম, অডিটর কামরুল হাসান রনি, পাঠাগারবিষয়ক সম্পাদক মু. মাহির আসহাব, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ফারুক হোসেন। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন আকবর হোসেন, আনিসুল ইসলাম, আনোয়ার হোসেন ফিরোজ, দাউদ হোসেন, মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া ও সাইফ উদ্দিন খোকন। 

জানা গেছে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী তিনজনের মধ্যে একজন বিএনপি ও দুজন আওয়ামী লীগের সমর্থিত। এঁদের মধ্যে জাতীয়তাবাদী ফোরামের প্রার্থী আহম্মদ ফেরদৌস মানিক পেয়েছেন ১২৯ ভোট। আর আওয়ামী ফোরামের প্রার্থী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন পেয়েছেন ১২৫ ভোট। আরেক সভাপতি প্রার্থী জি এস এম আবদুর নুর পেয়েছেন ৮০ ভোট। তিনি আওয়ামী লীগ সমর্থক। 

অন্যদিকে সম্পাদক পদে জাতীয়তাবাদী ফোরামের হাসান আল মাহমুদের প্রাপ্ত ভোট ২০৭, প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী ফোরামের প্রার্থী রহমত উল্লাহ বিপ্লব পেয়েছেন ১২২ ভোট। 

এদিকে রাতে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি প্যানেলের আইনজীবীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। 

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়